নিউজবাংলা ডেস্ক:

যুক্তরাষ্ট্রে হঠাৎ করে আবার বেকার ভাতা আবেদনকারীর সংখ্যা বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ১১ লাখের বেশি মানুষ বেকার ভাতার আবেদন করেন; গত সপ্তাহের তুলনায় যা অনেক বেশি। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে অর্থনীতিবিদেরা মনে করছিলেন, বেকার ভাতা আবেদনকারীর সংখ্যা এ সপ্তাহে কমে ৯ লাখ ২৫ হাজার মানুষ আবেদন জানাবেন। দেশটির শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মাসে প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে ৯ লাখ ৭১ হাজার মানুষ বেকার ভাতার আবেদন জানান, যা তার আগের সপ্তাহের চেয়ে ১২ লাখ কম ছিল। তবে আবার তা বেড়ে গেল।

তবে অর্থনীতিবিদেরা হুঁশিয়ার করেছেন, বেকারত্ব পরিস্থিতির যে উন্নতি হয়েছিল, তা স্থিতিশীল নাও থাকতে পারে। দেশটিতে করোনা নিয়ে উদ্বেগ কাটছেই না। এখনো প্রতিদিন ৬০০ থেকে ৭০০ জনের মৃত্যু হচ্ছে। মানুষ তাদের কার্যক্রম পুনরায় খোলার পাশাপাশি সীমাবদ্ধভাবে পরিচালনা করছে।

গত মার্চে এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ৬৯ লাখ মানুষ বেকার ভাতার আবেদন করেন। তবে লকডাউন ধীরে ধীরে তুলে নেওয়ায় সেই তুলনায় এখন এই সংখ্যা অনেক কমে এসেছে; যদিও এখনো এই সংখ্যা করোনা-পূর্ববর্তী অবস্থার চেয়ে অনেক বেশি। ২৫ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২ কোটি ৮০ লাখের বেশি মানুষ বেকার ভাতা গ্রহণ করছেন। অর্থাৎ, প্রতি পাঁচজন কর্মক্ষম মানুষের একজন বেকার ভাতা নিচ্ছেন। এপ্রিলে যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার ছিল ১৪ দশমিক ৭ শতাংশ। জুলাইয়ে অবশ্য তা কমে এসেছে ১০ দশমিক ২ শতাংশে, যদিও তা এখনো অনেক বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here