নিউজবাংলা২৪ ডেস্ক : জাতীয় দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান মোয়াজ্জেম হোসেন নান্নু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বাড্ডার আফতাবনগরের বাসায় মোয়াজ্জেম অগ্নিদগ্ধ হন। গতকাল শুক্রবার ভোররাত সাড়ে চারটায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।

এই বাসাতেই গত ২ জানুয়ারি মোয়াজ্জেম হোসেনের একমাত্র ছেলে অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

পার্থ শঙ্কর পাল বলেন, কীভাবে আগুন লেগেছিল, তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here