ফরিদুল ইসলাম রানা

রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৯শ” ৯৪ জন সহ এ পর্যন্ত মোট ৫ লাখ ৭২ হাজার ৬শ” ৯২ জন নারী-পুরুষ করোনা ভ্যাকসিন এর প্রথম ডোজ গ্রহন করেছেন। এর মধ্যে ৩ লাখ ৪৩ হাজার ৬শ’ ৮৩ জন পুরুষ এবং ২ লাখ ২৯ হাজার ৯ জন নারী । গত ২৪ ঘন্টায় বিভাগের ৮ জেলার মধ্যে বুধবার (৭ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ৮ জেলায় একদিনে নতুন করে সর্বোচ্চ ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে সুস্থ্য হয়েছেন ১৩ জন। এ নিয়ে বিভাগে ১৬ হাজার ৫শ’ ৯৪ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৩শ’ ১৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৫ হাজার ৭শ’ ৪ জন রোগী সুস্থ হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের রংপুরে ২৫, দিনাজপুরে ২৫, গাইবান্ধায় ১৫, নীলফামারীতে ১১, ঠাকুরগাঁয় ৬, কুড়িগ্রামে ৩, লালমনিরহাটে ২ এবং পঞ্চগড় জেলায় ১ জন কোরে করোনায় আক্রান্ত হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, বুধবার পর্যন্ত দিনাজপুুর জেলায় ৪ হাজার ৯শ’ ৫৩ জন আক্রান্ত ও ১শ’ ১৫ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৪ হাজার ২শ” ৩৬ জন আক্রান্ত ও ৭৩ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৫শ’ ৬৪ জন আক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৫শ’ ৫৫ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৪শ’ ৩৪ জন অক্রান্ত ও ৩২ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৫৪ জন আক্রান্ত ও ১৫ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ৯শ’ ৮৭ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮শ’ ১১ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ২৭৭ জন সহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৯৮ হাজার ৩শ’ ১০ জন। একই সময়ে ৮৫ জন সহ মোট ৯৪ হাজার ৭শ’ ৩২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here