ছবি:সংগৃহীত
নিউজবাংলা বিনোদন: বেশিদিন হয় নি রণবীর সিং ও দীপিকার বিয়ের বয়স। তবে পাঁচবছরের প্রেম যে বিয়ের পর আরও বেড়েছে, তার প্রমাণ দিন দিন নিজেরাই দিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করা মাত্রই একে অন্যের প্রতি ভালোবাসা জাহির করেন প্রকাশ্যে। এবারও ব্যতিক্রম করলেন না দীপিকা। তিনি উজার করে দিলেন নিজের ভালোবাসা রণবীরের ছবিতে মন্তব্য করে।
সম্প্রতি একটি ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য ফটোশুট করেছিলেন রণবীর সিং। সেই ম্যাগাজিনে রণবীরকে ‘এক নম্বর নায়ক’ বলা হয়। তার রেশ ধরেই সেখানে রণবীরকে সেরা স্বামী, সেরা আবেদনময় এবং সবচেয়ে কিউট বলে মন্তব্য করলেন দীপিকা।
কিছুদিন আগে রণবীর জানিয়েছেন, দীপিকার মতো বউ পেয়ে জীবনের সেরা জিনিসটি পেয়ে গিয়েছেন তিনি। আর এবার সে কথারই যেন মিষ্টি করে উত্তর দিলেন দীপিকা পাড়ুকোন।
দীপিকার এই মন্তব্যে লাভ রিয়েকশনও দিয়েছেন রণবীর। দু’জনের প্রেম সামাজিক যোগাযোগমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে যেন। তবে স্বামীকে নিয়ে ইদানিং খোলামেলা আলোচনা করলেও প্রেমের সম্পর্কে থাকাকালীন সময়ে কখনোই রণবীরকে নিয়ে মন্তব্য করতে দেখা যায়নি দীপিকাকে। যদিও অতীত ও বর্তমান উভয় সময়ই একই রকমের ভালোবাসা প্রদর্শন করছেন অভিনেতা রণবীর সিং।
সূত্র: হিন্দুস্তান টাইমস