নিউজ বাংলা নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘দীর্ঘ ১০ বছর পর দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে। কিন্তু নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না, সেটা নিয়ে গুরুতর সন্দেহ আছে। সরকার এবং ইসির আচরণে সন্দেহ আরো শক্তিশালী হচ্ছে। তফসিল ঘোষণার পর দেশের পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে। সরকার নীল নকশা বাস্তবায়নে ফের ক্ষমতায় যেতে চাইছে।’ মঙ্গলবার দুপুরের জাতীয় প্রেসক্লাবে বর্তমান নির্বাচন পরিস্থিতি এবং নির্বাচনী এলাকা শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মান্না বলেন,‘একাদশ সংসদ নির্বাচনকে আমরা লড়াই মনে করছি। যেকোনো অবস্থাতেই সরকারের ওপর রাগ করে নির্বাচনের মাঠ ছাড়ব না। আমরা নির্বাচনী মাঠে থাকব।’
সাবেক এ ছাত্রনেতা বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড ধারে কাছেও নেই। একদিকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সুযোগ নিচ্ছে অন্যদিকে বিরোধী নেতাদের দমন নিপীড়ন চালাচ্ছে। মিথ্যা মামলা গায়েবি মামলা দিয়ে অসংখ্য নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। অনেককে গুম করা হচ্ছে। গ্রেপ্তারের তালিকা অস্বাভাবিক ভাবে বাড়ছে। বিরোধী দলের প্রার্থীদের লাশ বুড়িগঙ্গায় পাওয়ার খবরও আমরা পাচ্ছি।’ মান্না আরো জানান, তাঁর নির্বাচনী এলাকা বগুড়া- ২ আসনে অনেক নেতাকর্মীকে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। নির্বাচনী কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে।