প্রেমহীন নগরী
রাজ পথিক

কংক্রিটের এই শহরটা বড্ড নিষ্ঠুর প্রীতিলতা!
এখানে নেই যমুনা, নেই তমাল-তরু!
বৃষ্টি ভেজা কদম এখানে হাসে না,
মধুর বিরহি সুরে, শাখে শাখে কোকিল ডাকে না!
সেই শানবাঁধানো ঘাটে…শ্যামের বাঁশি হাতে,
তোমার অপেক্ষায় থাকাও আর হয়না।
অনুভূতির অনুক্ষণগুলো এখানে বড্ড ব্যস্ত,
ছুটে চলা নগরীর ব্যস্ততার ভাঁজে ভাঁজে
কেবলই স্বার্থের পায়চারি।
ভালোবাসা মানে এখানে, ফাস্টফুড কিংবা পার্কের বেঞ্চে নগ্নতার পসরা বেচাকিনি।
আচ্ছা, তুমি বলো তো…
যে প্রেমিকা কখনো আকাশের তারা’দের সাথে
আনমনে কথা বলেনি, বিষন্ন বদনে বৃষ্টির গান শোনেনি…
যে প্রেমিকা ওড়নার আঁচলে ঝরা শিউলি কুড়িয়ে,
কল্পনার ফোঁড়ে ফোঁড়ে মালা গাঁথেনি…
আসলে কী সে জানে? ভালোবাসার কী মানে!
সভ্যতার আপগ্রেশনে এরা প্রেমী না হয়ে, হয়েছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড!
তাই তো বৃন্দাবনের তাত্ত্বিক অনুভূতি, এদের কখনোই স্পর্শ করেনা।
এখানে প্রেম নেই, মধুর বিরহ নেই…
আছে শুধু রিলেশন আর সেপারেশন।
বিচ্ছেদ অনলে জ্বলে পুড়ে, ভালোবাসার প্রগাঢ়তা এখানে নেই!
প্রিয়জনের দূরত্বকে অনুভূতির গজ ফিতায়,
কতোটা নিকটে আনা যায়…এরা তা বোঝে না প্রীতিলতা।
স্বপ্ন ভাঙা একটি রাতকে স্বাক্ষী রেখে,
সহস্র রাতের বিরহ সুর এদের কাঁদায় না।
ইট, পাথরের চার দেয়াল এদের হৃদয়টাকে বানিয়েছে মার্বেল পাথর!
মান-অভিমানে প্রেমের অনূরাগ না বাড়িয়ে,
তীব্র প্রতিহিংসার আগুন জ্বলে এদের বুকে।
এমন একটি নিষ্ঠুর জীবনে, তোমার স্মৃতি নিয়ে চলছে সময় আজও ধুকে-ধুকে।

১৬/০৭/২০২১ ইং

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here