হুমায়ুন কবির, ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র মেইন বাসস্ট্যান্ড সংলগ্নে মুক্তিযোদ্ধা ভবনটি অবস্থিত।২০১৪ সালে ভবনটি নির্মান করা হয়।তিন তলা বিশিষ্ট এ ভবনের নিচতলা ও দোতলায় মার্কেট এবং তিন তলায় একটি সেমিনার রুমসহ মুক্তিযোদ্ধা কমান্ডারের অফিস রুম রয়েছে।সরকারি এ ভবনটিতে রাতের আধারে এক ভুতুড়ে পরিবেশ তৈরি হয়।অন্ধকারাচ্ছন্ন এ পরিবেশ ভবনের নিরাপত্তার জন্য হুমকি সরুপ বলে উল্লেখ করে ভবনের ভাড়াটিয়া ব্যাবসায়ীরা।শুধু তাই নয় বৃষ্টির সময় ভবনটির প্রবেশ মুখে কাদা পানি জমে থাকায় ভবনটি পরিষ্কার রাখা সম্ভব হয় না বলেও জানাজ ব্যবসায়ীরা।এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুবর্ণা রানী সাহার নিকট জানতে চাইলে তিনি জানান, ভবনটিতে আলো না জলার ব্যাপারে তিনি অবগত নন,ব্যাপারটা জেনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।একই ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব হেলাল সরদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,সরকারী এ ভবনের সিকিউরিটি লাইট অবশ্যই থাকা দরকার ভবনের নিরাপত্তার সার্থে।কিন্তু রাতে লাইট না জলার ব্যাপারে তিনি দুঃখপ্রকাশ করেন।তিনি আরও বলেন, এ ব্যাপারে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলবেন।