ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ইরানের নয়া রাষ্ট্রদূত মোহাম্মাদ রেজা নাফার বৃহস্পতিবার রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে নিজের পরিচয়পত্র তুলে ধরেছেন।
বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ইরানি রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, বাণিজ্য, পুঁজি বিনিয়োগ, কৃষি ও পর্যটন শিল্পে দু’দেশের মধ্যে চমৎকার সহযোগিতা ও সম্পর্ক বিরাজ করছে।
বাংলাদেশে পুঁজি বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে প্রেসিডেন্ট আব্দুল হামিদ বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে অসংখ্য শিল্পাঞ্চল গড়ে তোলা হচ্ছে। নতুন রাষ্ট্রদূত মোহাম্মাদ রেজা নাফার তার দায়িত্ব পালনকালে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য ইরানি পুঁজিপতিদের উৎসাহিত করবেন বলে প্রেসিডেন্ট আব্দুল হামিদ আশা প্রকাশ করেন।
মোহাম্মাদ রেজা নাফার বাংলাদেশের রাষ্ট্রদূত হওয়ার আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কমনওয়েলথ দপ্তরের উপ মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে আগামী দিনগুলোতে দু’দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।
সামাজিক ও সাংস্কৃতিক দিক দিয়ে ইরান ও বাংলাদেশের অভিন্ন ইতিহাস ও ঐতিহ্য রয়েছে এবং বর্তমানে দু’দেশের মধ্যে বাণিজ্য বিনিময়ের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে ঢাকা ও তেহরান চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে ইরান বিশ্বের ১৭তম অর্থনীতির দেশ এবং এদিক দিয়ে বাংলাদেশের অবস্থান ৪১তম। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ বছরে ৩৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে যার মধ্যে শতকরা ৮২ ভাগ তৈরি পোশাক।