ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুর রহমানের সঙ্গে দেখা করতে গণভবনে গিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার কমিশনার। বিকেল সাড়ে তিনটায় তারা গণভবনে যান। বিকেল ৪টায় রাষ্ট্রপতি তাদের সঙ্গে বৈঠকে বসেন।

বৈঠকে, রাষ্ট্রপতির কাছে আগামী নির্বাচনের তফসিল ও ভোটের সম্ভাব্য তারিখের প্রস্তাব উপস্থাপন করবে কমিশন। এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য ৮০ ভাগ কাজ শেষ করেছে কমিশন। তফসিল ঘোষণার আগে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে জানানো হবে।’

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন জানান, এটি একটি সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে রাষ্ট্রপতিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হবে। আলোচনা হবে তফসিল নিয়েও।

চলতি সপ্তাহেই কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল দেয়ার কথাও জানান ইসি সচিব।

এর আগে, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বঙ্গভবনে আজ বিকেল ৪টায় রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশন কে এম নুরুল হুদার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করার কথা রয়েছে। বৈঠকে সিইসির সঙ্গে আরও চার নির্বাচন কমিশনার থাকবেন।

একাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হওয়ার পর নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে নির্বাচন কমিশন। এর আগে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের এ আনুষ্ঠানিকতা শেষ করছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ডিসেম্বরের শেষে ভোটগ্রহণের পরিকল্পনা ধরে নিয়ে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে গতকাল বুধবার আন্ত:মন্ত্রণালয় সভা হয় কমিশন সচিবালয়ে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর শনিবার আবারও কমিশন সভা বসবে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর শনিবার বসবে কমিশন সভা। ওই সভায় তফসিল চূড়ান্ত করা হবে। পরে তা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here