নিউজবাংলা ডেস্ক:
‘আমি জানি, সুশান্ত আমার সঙ্গেই আছে। ও আমাকে দেখছে, শক্তি জোগাচ্ছে। আমাকে যুদ্ধটা চালিয়ে যেতে বলছে। আমিও সত্যটা জানতে চাই। সুবিচার চাই। আর সে জন্যই এখনো বেঁচে আছি। প্রতিবার আত্মহত্যার চিন্তা সরিয়ে, একটা বড় শ্বাস নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিই।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সর্বশেষ প্রেমিকা রিয়া চক্রবর্তী। ইন্ডিয়া টুডের ইউটিউব চ্যানেল থেকে ১ ঘণ্টা ৪২ মিনিট ৪৬ সেকেন্ডের সাক্ষাৎকারটি মাত্র পাঁচ দিনেই দেখা হয়েছে ২২ লাখের বেশিবার।
সাক্ষাৎকারে রিয়া জানান, ৮ জুন সুশান্ত তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। তাই তিনি বের হয়ে এসেছিলেন। পরদিন রিয়া কেমন আছে জানতে চেয়ে মেসেজ পাঠান সুশান্ত। সেটি দেখে আরও রেগে গিয়ে তাকে ব্লক করেন রিয়া।
তবে তিনি এ-ও জানান, বলিউড মাফিয়ারা সুশান্তকে একঘরে করেছিল। ‘ছিছোড়ে’ বা ‘সনচিড়িয়া’ জনপ্রিয় ও সমালোচনা বিভাগে নানা পুরস্কার পেলেও রুপালি পর্দার ‘ধোনি’ কোনো মনোনয়ন পাননি। একবারও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার নাম উচ্চারিত হয়নি। কোনো দিন ডাক পাননি করণ জোহরের শোতেও। এ সবের মধ্যে ‘দিল বেচারা’ ছবির সহকর্মী সানজানা সংঘি আলোচনায় আসার জন্য সুশান্তের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। একের পর এক প্রেমে ব্যর্থতা, মাদক, বাইপোলার ডিজঅর্ডার, নিম্নমুখী ক্যারিয়ার, পরিবারের সঙ্গে বিচ্ছিন্নতা- সব মিলিয়ে সুশান্তকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল বলে দাবি রিয়ার।