নিউজবাংলা২৪ ডেস্ক: চিকিৎসা সেবা না দিয়ে রোগী ফিরিয়ে দিলে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে। শনিবার থেকে চট্টগ্রামে মোবাইল কোর্টের মাধ্যমে বিষয়টি তদারকি করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১২ জুন) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তিনি বলেন, চিকিৎসা না দিয়ে রোগী ফিরিয়ে দেওয়া কোনভাবেই সমর্থনযোগ্য বা কাম্য নয়। বরং এটা শাস্তিযোগ্য অপরাধ।

সুতরাং যেসব হাসপাতাল কর্তৃপক্ষ এমন অমানবিক করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার থেকে চট্টগ্রামে মোবাইল কোর্টের মাধ্যমে তা তদারকি করা হবে।

বাজেট প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, বাজেটের পর সব সময় বিএনপিসহ একটি মহল সমালোচনা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here