নিউজ বাংলা ডেস্ক :

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে স্বশস্ত্র দুর্বৃত্ত্বের গুলিতে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও একজন। মঙ্গলবার রাত ৯ টার দিকে ক্যাম্পের মৃত ডাকাত নুরুল আলমের অনুসারী সাদেক, সেলিম, রফিক, নুর ছালাম ও জকিরের নেতৃত্বে রোহিঙ্গা দুর্বৃত্তদের সশস্ত্র একটি গ্রুপ এইচ ব্লকে গিয়ে আজিম উল্লাহর পুত্র মোহাম্মদ হোছন প্রকাশ পুলাইয়া (২৪) ও মৃত শামসুদ্দিনের পুত্র মো. ইলিয়াছ প্রকাশ জজাইয়া (২৭) কে গুলি করে।
এতে ঘটনাস্থলে মোহাম্মদ হোছন প্রকাশ পুলাইয়া মারা যান। হঠাৎ করে গুলির শব্দে সাধারণ  রোহিঙ্গারা আতঙ্কিত হয়ে কেউ বাড়ি থেকে বের হয়নি। প্রায় আধঘন্টা পর লোকজন জড়ো হয়ে অপর গুলিবিদ্ধ ইলিয়াছ প্রকাশ জজাইয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়েছে।
নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আইসি মো. কবির হোসেন রোহিঙ্গা স্বশস্ত্র গ্রুপের হামলায় ১ জন নিহত ও গুলিবিদ্ধ অপরজন হাসপাতালে চিকিৎসাধীন থাকার সত্যতা স্বীকার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here