ক্রীড়া ডেস্ক:
বিশ্বকাপ বাছাই পর্বে লাওসকে হারিয়ে আজ রাতে ঢাকা ফিরছে বাংলাদেশ দল। রাত সাড়ে বারোটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার শহরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে অবতরন করবে রবিলউলÑজমালরা।
গত মার্চে তার গোলে কম্বোডিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। বৃহস্পতিবার বিশ্বকাপ ফুটবলের প্রাক বাছাই পর্বেও লাল-সবুজ দলের জয়ের নায়ক তরুণ মিডফিল্ডার রবিউল হাসান। ১১ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটা ড্র করলেই বাছাই পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। বাছাই পর্বে ৪০টি দল আট গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপে থাকবে পাঁচটি দল। রাউন্ড রবিন পদ্ধতিতে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে দলগুলো।
গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা চার রানার্স-আপ বাছাই পর্বের পরবর্তী ধাপে খেলার সুযোগ পাবে।