বাংলানিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও রপ্তানিপণ্য হিসেবে পাটকে প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী জাতীয় পাট দিবসে এ ঘোষণা দেন।প্রধানমন্ত্রী বলেন, ‌‘লোকসান নয় যেকোনো মূল্যে পাটকে লাভজনক করতে হবে।’ পাটশিল্প আবারো লাভের মুখ দেখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় পাটের বহুমুখী ব্যবহার বাড়িয়ে এই শিল্পকে লাভজনক করতে উন্নত গবেষণার আহ্বান জানান । পাট দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)পাট দিবসের মূল অনুষ্ঠান এবং ৬-৭ মার্চ দুই দিনব্যাপী পাটপণ্য মেলার আয়োজন করা হয়েছে।

পাট উৎপাদন, বিক্রয়, বাজারজাতকরণ, পাট পণ্য তৈরি, পাট বীজ সরবরাহ ও বাজারজাতকরণসহ পাট ক্ষেত্রে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করবেন। এবারে দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে ‘সোনালি আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’।
বাংলানিউজ/মোস্তফা কামাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here