বান্দরবান: বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ন লারমার ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বান্দরবান সদরের মধ্যমপাড়ায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কার্যালয় হতে দলীয় কর্মীরা প্রভাত ফেরির মাধ্যমে মানবেন্দ্র নারায়ন লারমার ৩৫ মৃত্যুবার্ষিকী উদযাপনের কর্মসুচী শুরু হয়। এসময় খালি পায়ে কালো পতাকা ও ব্যানার হাতে নিয়ে দলীয় নেতাকর্র্মীরা জনসংহতি সমিতির কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে জমায়েত হয়।

পরে দলীয় কার্যালয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কে এস মং মারমা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জলি মং মার্মা, বান্দরবান জেলা কমিটির সভাপতি উছোমং মার্মা, সদর উপজেলার সভাপতি উচসিং মার্মা, সাধারণ সম্পাদক পুশৈথোয়াই মার্মা, যুব সমিতির সভাপতি মংস্তু মার্মা,হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি শান্তি দেবী তঞ্চঙ্গ্যা, পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি অজিত তংচঙ্গ্যাসহ প্রমুখ।

এসময় সভায় বক্তারা, শান্তি চুক্তির পূর্নাঙ্গ ধারা বাস্তবায়নের দাবি জানান এবং বলেন শান্তি চুক্তির যারা বিরোধীতা করে তাদের প্রতিহত করতে হবে আর জুম্ম জাতির সুরক্ষায় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here