বিষণ্ন ক্যানভাস
শাহীনা আক্তার

পোড়া চোখে বারুদের গন্ধ আসে
কান্না ঝরে না
দৃষ্টি পুড়ে যায় খরতাপে
চোখে মায়ার রূপ গেছে ফুরিয়ে
অবিনশ্বর আত্মা নিরবে কথা বলে
সেও চায় বৃষ্টি, হিমেল হাওয়া!
হেমলক বৃষ্টি পুড়িয়ে মারে
অতীতের শত স্মৃতি
কানা গলিতে ডাক আসে
অম্লমধুর পোড়া বাঁশি
পুড়িয়ে দেয় সব আশা
ভালোবাসার এক হাতে রক্তকরবী অন্য হাতে প্রেমোলিভা
তবুও জ্বলন্ত আগুনে সঁপেছি নিজেকে
সাপুড়ের বীন বাজে, ফনা ধরে গোখরা
নীল মেঘে বেদনা আঁকি
ক্যানভাস জুড়ে আমার শেষ বরষা।

যশোর।
২৩.০৭.২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here