এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেছেন, সরকারি কর্মকর্তা, ডাক্তার, প্রকৌশলী কেউ যেন ভুলে না যান দেশের দুঃখী জনগনের ট্যাক্সের টাকায় তারা পড়ালেখা করেছেন। পথের একজন ভিক্ষুক যখন, ভোগ্য পণ্য ক্রয় করে সেও প্রত্যক্ষভাবে দেশে করদাতার অন্তর্ভুক্ত। এটা সবাইকে মনে রাখতে হবে।
শনিবার সন্ধ্যায় এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের উত্তরা জোনের কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উত্তরার একটি কমিউনিটি সেন্টারে শিক্ষাবিদ ড. নাজিম উদ্দিনের সভাপতিত্ব আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনীতিক ও সাবেক নৌবাহিনী কমান্ডার শাব্বির আহমদ, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সদস্য সচিব মজিবুর রহমান মন্জু। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন দলের সহকারী সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক নাজমুল হুদা অপু।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, সহকারী সদস্য সচিব ও গাজীপুর জেলা আহ্বায়ক এম. আমজাদ খান, সহকারী সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস, মিসেস বেবী পাঠান, বি-বাড়িয়া জেলা সমন্বয়ক ও বি-বাড়িয়া প্রেসক্লাবের নব নির্বাচিত সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, রংপুর জেলা সদস্য সচিব এনামুল হক, মহানগর উত্তরের নেতা মো. জাকির হোসেন ভ‚ঁইয়া ও সুলতানা রাজিয়া প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে শাব্বির আহমদ বলেন, স্বাস্থ্যমন্ত্রীকে অব্যাহতি দিয়ে স্বাস্থ্যখাতকে রক্ষা করার জন্য সর্বমহলে দাবী উঠলেও সরকার তাতে কর্ণপাত করেনি। দুর্নীতিতে দেশ নাকাল হয়ে যাচ্ছে। তিনি বিগত জাতীয় নির্বাচনে অংশগ্রহণের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, রাতে ৮০ ভাগ ভোট কাস্ট করে বাক্স ভর্তি করে ফেলার পরও দিনের বেলায় কোন কেন্দ্রে আমার পুলিং এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি। জনমতকে কতটুকু ভয় পায় এই সরকার এটা তার উৎকৃষ্ট প্রমাণ।
মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, মস্তিস্ক যেমন শরীরের সবকিছু নিয়ন্ত্রণ করে তেমনি দেশের সব নিয়ন্ত্রন করে রাজনীতি। তাই সাহসী ও স্বপ্নবাজ লোকদেরকে নিয়ে আমরা নতুন রাজনীতির ডাক দিয়েছি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন-সিটি নির্বাচনের সময় আমরা দেখলাম মেয়র প্রার্থীরা রাস্তা ঝাড়–ু দিচ্ছেন, কিন্তু এখন বর্ষায় যখন ঢাকা শহরের রাস্তা ঘাট ডুবে গেল তখন তাদের কাউকে পানি নিস্কাষণের জন্য বালতি হাতে দেখিনি। জনগনের সাথে খেল তামাশা করে তারা আনন্দ পান। তিনি বলেন, করোনায় নেতাদের বিরুদ্ধে যখন প্রাণ রক্ষায় ঘরে ঢুকে যাবার অভিযোগ এসেছে তখন এবি পার্টি সেবার রাজনীতি নিয়ে ঝুঁকিপূর্ণ কাজে আত্মনিয়োগ করেছে।
সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, বঙ্গবন্ধু, শহীদ জিয়া ও এরশাদের পরিবারের সদস্য ছাড়া কেউ আওয়ামী লীগ বিএনপি বা জাতীয় পার্টির প্রধান হতে পারছেনা। পীরের সন্তান হচ্ছেন পরবর্তী পীর। ডান-বাম-ধর্মীয় সবধরনের রাজনৈতিক দলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। পরিবারতন্ত্র ও মোসাহেবতন্ত্র ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোকে অকার্যকর করে ফেলেছে। এবি পার্টি এসকল দলের গৌরবময় দিক ও ব্যর্থতার দিক পর্যালাচনা করে তার কর্মপন্থা নির্ধারণ করছে। দলে যেন গণতন্ত্র ও জবাবদিহিতা নিশ্চিত করা যায় এবি পার্টির সবাইকে এই চ্যালেঞ্জ নিতে হবে যেন কথা ও প্রতিশ্রæতির মিল ঘটিয়ে আমরা নতুন রাজনীতির স্বার্থকতা প্রমান করতে পারি।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক সাংবাদিক ইব্রাহিম খান সাদাতকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় এবি পার্টি উত্তরা জোনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
সভায় মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক ও নূরে আলম ভূঁইয়া মামুনকে সদস্য সচিব করে উত্তরা জোনের কমিটি ঘোষণা করা হয়। কমিটির উল্লেখযোগ্য নেতৃবৃৃন্দ হলেন: আহ্বায়ক, জাকির হোসেন ভূঁইয়া, যুগ্ম-আহ্বায়ক আব্দুর রব জামিল, সামিউল ইসলাম সবুজ, সারওয়ার আলম সুমন মাহমুদ, সুলতানা রাজিয়া, সাদিকুল ইসলাম, সহকারী যুগ্ম-আহবায়ক, আলিম আল রাজী রুস্তম আলী মন্ডল, মোকাদ্দাস হোসেন সূয, মোকাদ্দেস আলী, নজরুল ইসলাম বাবু, সদস্য সচিব নূরে আলম ভূঁইয়া মামুন, যুগ্ম-সদস্য সচিব আ ন ম সালেহ, রাশেদুল ইসলাম, সাইফুল ইসলাম মির্জা প্রমুখ । বিজ্ঞপ্তি