নিউজ বাংলা ডেস্ক:

বস্তাবন্দি এক শিশুর মরদেহ, রাজধানীর ডেমরা থানাধীন ডগাইর নতুনপাড়া এলাকার একটি মসজিদের ভেতর থেকে, উদ্ধার করেছে পুলিশ। ওই শিশুর নাম মনির হোসেন (৮)। শিশুটি স্থানীয় নূরে মদিনা মাদরাসার শিশু শ্রেণির ছাত্র বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫টায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) নুর আলম বলেন, ‘ডগাইর নতুনপাড়ার নূর-ই-আয়েশা জামে মসজিদের তৃতীয় তলার সিঁড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। বাবা সাইদুর হক ও মা কল্পনা বেগমের সঙ্গে ডেমরার ডগাইর এলাকায় থাকতো শিশুটি। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। ডেমরা থানার এসআই নাজমুল হাসান জানান, শিশুটির শরীরে মারধরের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

ময়নাতদন্তের জন্য শিশু মনিরের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here