নিউজবাংলা ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ ও তার নির্বাচনী প্রচারণা দলের উপদেষ্টা লারা ট্রাম্প। ২০১৪ সালে ট্রাম্পের দ্বিতীয় ছেলে এরিখকে বিয়ে করেন তিনি। ৩৭ বছর বয়সী এ মিডিয়া ব্যক্তিত্ব ট্রাম্পের একজন অনুগত ভক্ত হিসেবে পরিচিত। ২০১৬ সালে সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন লারা। এবারও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শ্বশুরকে পুনরায় জিতিয়ে হোয়াইট হাউজে আনতে।

চলমান রিপাবলিকান দলের সম্মেলনে বক্তৃতা দিয়েছেন লারা। বক্তৃতায় শ্বশুরের বেশ প্রশংসা করেছেন লারা। আর অতি প্রশংসা করতে গিয়ে ভুল তথ্যও দিয়েছেন তিনি। লারা বক্তৃতায় দেওয়ার সময় ভুল করে বলে বসেন, ট্রাম্প জাতিসংঘের মহাসচিবকে নিয়োগ দিয়েছেন।

লারা বলেন, ট্রাম্প অধিকাংশ নারীদের প্রশাসনের বড় বড় পদে নিয়োগ দিয়েছেন। জাতিসংঘের সচিব, বিমানবাহিনীর সচিব, প্রথম নারী সিআইএ পরিচালক…

প্রসঙ্গত, জাতিসংঘের মহাসচিবকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নন, জাতিসংঘের সদস্যরা নিয়োগ দেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here