নিউজবাংলা ডেস্ক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর এলাকার মেরিগোল্ড সিএনজি ফিলিং স্টেশনে আগুন লেগে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

এ সময় আগুনে পুড়ে তিনটি সিএনজি চালিত অটোরিকশা ভস্মীভূত হয়েছে। পুড়ে যাওয়া অটোরিকশার মালিক নুর মিয়া, জামাল মিয়া ও অনিক দেব।

jagonews24

সিএনজি চালিত অটোরিকশা চালক নুর মিয়া বলেন, ‘বিকেলে আমি আমার অটোরিকশায় গ্যাস নিতে আসি। গ্যাস ভরার জন্য ব্যবহৃত নজেল (পাইপ) সিএনজিতে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয়। তারপর হঠাৎ করে নজেলটি শব্দ করে ফেটে যায়। নজেল থেকে গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে এবং আগুন ধরে যায়। আমার গাড়িতে থাকা দুজন যাত্রীকে নিয়ে আমি দ্রুত সিএনজি থেকে নামিয়ে নিয়ে নিরাপদ দূরত্বে চলে যাই। এ সময় আমার সিএনজির পিছনে ও অপর পাশে থাকা দুটি সিএনজি এবং গ্যাস দেয়া মেশিনে আগুন ধরে যায়। তিনটি অটোরিকশাই পুরো ভস্মীভূত হয়ে যায়।

মেরিগোল্ড সিএনজি ফিলিং স্টেশনের ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বলেন, ‘আমি ভাত খাওয়ার জন্য বাড়িতে গিয়েছিলাম। আগুন লাগার খবর শুনে দ্রুত এখানে আসি। এসেই ফায়ারবক্স নিয়ে আগুন নেভানোর কাজে লেগে পড়ি। সাধারণত গ্যাস পাম্পে আগুন লাগলে কেউ এগিয়ে আসে না। ভয়ে দূরে সরে যায়।’

jagonews24

তিনি আরও বলেন, ‘আমি দ্রুত সেখানে গিয়ে পাম্পে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসও সেখানে চলে আসে। আগুন লাগার ফলে গ্যাস পাম্পের ডিসপেনসার মেশিন, নজেল, ওয়ারিংসহ অনেক কিছু পুড়ে গেছে। আগুন লেগে ফিলিং স্টেশনের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here