নিউজবাংলা ডেস্ক
গাজীপুরের সফিপুর আইডিয়াল পাবলিক কলেজে এক বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এস রামপ্রসাদ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান।

শিক্ষার্থী নানজিবা খন্দকার ও তানভীর আহমদের সঞ্চালনায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক রেজাউল করিম, সহকারী অধ্যাপক আফফান মিয়া, প্রভাষক জাহিদ হাসান, প্রভাষক সৈয়দা ফারজানা হোসাইন, সহকারী প্রধান শিক্ষক জি বারেক তারেক প্রমুখ।

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ গাজীপুর জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা, গাজীপুর নগরীকে শিক্ষার আলোয় আলোকিত করা। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাব ইনশাল্লাহ। নবীনবরণ অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি ও নাটকের পরিবেশনা ছিল মনোমুগ্ধকর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here