নিউজবাংলা ডেস্ক:

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সড়ক ২’ মুক্তির পর থেকে বিভিন্ন সমালোচনা শুনে দিন অতিক্রম করছেন। শুধু তাই নয় সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে তার বাবা মহেশ ভাটকে জড়িয়েও অনেক মন্তব্য হচ্ছে আলিয়াকে নিয়ে। তবে নিয়ে শুরুতে পাত্তা দেননি তিনি। কিন্তু সময়ের সঙ্গে বিষয়টি অতিরিক্তের দিকে এগোচ্ছে বলে জানান আলিয়া।

সমপ্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন আলিয়া ভাট। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনাগুলো হয়তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না ঠিকই। কিন্তু সেগুলো যাতে আপনাকে দমিয়ে রাখতে না পারে সেটা আপনার হাতেই রয়েছে।’

সমালোচনার জবাবে ভারতের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি আরো বলেন, ‘সমালোচনা ও সমালোচকদের নিয়ে আমার কোনো সমস্যা নেই। এটি আমি সবসময় স্বাগতম জানাই। তবে সমালোচনা করারও একটি ভদ্রতা আছে। আমার মনে হয় সমালোচকদের ভদ্রতা শেখা উচিত।’

প্রসঙ্গত, ‘সড়ক ২’-এর ট্রেলার মুক্তির পরপরই সমালোচনার মুখে পড়েন মহেশ ভাট। সেসময় চলচ্চিত্র সমালোচকরা বলেছিলেন, সিনেমাটি মুক্তি পেলেও সুপার ফ্লপ হবে। আর হয়েছেও তাই। এমনকি আইএমডিবিতে ১০ এর মধ্যে সিনেমাটি রেটিং পেয়েছে মাত্র ১.২। যার ফলে ইতিহাসের অত্যন্ত বাজে সিনেমার তকমা পেয়েছে ‘সড়ক ২’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here