ঢাকা: প্রজন্মের পর প্রজন্মের জন্য সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বিজয় সরণিতে রাষ্ট্রীয় দেশি-বিদেশি উপহার সংরক্ষণ এবং প্রদর্শনীর জন্য নবনির্মিত তোশাখানা জাদুঘরের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের পাশে নবনির্মিত এ স্থাপনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে এ প্রকল্পের নির্মাণ কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী।

গত ১০ বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, সরকার সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিভিন্ন দেশের, বিভিন্ন ধরণের জিনিসপত্র থাকে, তার মধ্যে থেকে সেই দেশের সংস্কৃতি ও আর্ট, আরও অনেক কিছু জানার সুযোগ হয়। দেশের মানুষ সেগুলো দেখবে। তারা দেশে বসে বিদেশের অনেক সৃষ্টিশীলতা দেখতে পারবে। এটা তাদের জন্য একটি বিরাট সুযোগ।’ কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার আওয়ামী লীগ সরকারের সময়ে পাওয়া প্রচুর রাষ্ট্রীয় উপহার নষ্ট করেছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, ‘জাতির পিতা আমাদের শুধু স্বাধীনতাই দিয়ে যাননি, একটি স্বতন্ত্র জাতি হিসেবে আমাদের মর্যাদা দিয়ে গেছেন। আর সেই মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে। তাই দেশকে আমাদের গড়ে তুলতে হবে ক্ষুধামুক্ত, দারিদ্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ, সোনার বাংলাদেশ হিসেবে। আর সেই লক্ষ নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’

সরকারের মন্ত্রী, কর্মচারীগণ তাদের দাপ্তরিক মর্যাদায় প্রাপ্ত সকল উপহার মন্ত্রী পরিষদ বিভাগের আওতায় রাষ্ট্রীয় তোষাখানায় জমা প্রদানের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, পাঁচ তলা বিশিষ্ট এই জাদুঘরের প্রকল্প ব্যয় ৮০ কোটি টাকা। নবনির্মিত এ জাদুঘরে রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রাপ্ত দেশি-বিদেশি উপহার সামগ্রী সংরক্ষণ করা হবে। খুব শিগগিরই নির্মাণের বাকি কাজ শেষ হলে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে জাদুঘরটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here