নিউজবাংলা ডেস্ক:
কিংবদন্তি রকস্টার এবং গিটারিস্ট এডি ভ্যান হ্যালেন মারা গেছেন। গেল মঙ্গলবার ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যুবরণ করেছেন এ রকস্টার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
এডি ভ্যান হ্যালেনকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ গিটারিস্ট। তিনি বিশ্বখ্যাত রকস্টার মাইকেল জ্যাকসনের সঙ্গেও গিটার বাজিয়েছেন। মাইকেলের খুব প্রিয় সহকর্মী ও বন্ধু ছিলেন এডি ভ্যান হ্যালেন।
ভ্যান হ্যালেনের ছেলে বাবার মৃত্যুর সংবাদ নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, ‘আমি বিশ্বাস করতে পারছি না আজ আমার বাবার মৃত্যু সংবাদ লিখতে হচ্ছে। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর আজ সকালে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার সঙ্গে একই কনসার্ট, একই মঞ্চে ভাগাভাগি করে গান করা, আমার জীবনের সেরা স্মৃতিগুলোর মধ্যে অন্যতম।
আমার হৃদয় ভেঙ্গে গেছে। আমি জানিনা আমি কবে এই গভীর ক্ষত থেকে সেরে উঠতে পারব। আমার মনে হচ্ছে আমি তা কখনোই পারবো না। আমি তোমাকে অনেক ভালবাসি বাবা। তুমি সবার সেরা।’
সময়ের সেরা এই রক গিটারিস্টকে হারিয়ে শোকের সাগরে ভাসছে বিশ্ব সংগীতাঙ্গন। নানা দেশের তারকারা ভ্যানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই তার জন্য দুঃখ প্রকাশ করতে থাকে তার সহকর্মীরাও।
তার ব্যান্ড দলের সঙ্গী ডেভিড লে রোথ এক টুইট বার্তায় ভ্যানের সঙ্গে স্মরণীয় ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘আমাদের যাত্রাটি অসাধারণ ছিল।’
তার জন্য আরও শোকবার্তা লিখেছেন প্যান্টেরা, এরোস্মিথ, রেসলার ক্রিস জেরিকোসহ অনেকে।
প্রসঙ্গত, এডি ভ্যান হ্যালেন একজন আমেরিকান মিউজিশিয়ান। যিনি গিটার বাজানোর পাশাপাশি, গান লেখা, সুর করাসহ
সংগীত প্রযোজক হিসেবেও কাজ করতেন। ভ্যান হ্যলেন ১৯৭২ সালে তার নাম অনুসারে একটি ব্যান্ড দল প্রতিষ্ঠা করেন। সেখানে গান লেখা ও সুর করাসহ লিড গিটারিস্ট হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি।
২০১২ সালে গিটার ওয়ার্ল্ড ম্যাগাজিনের পাঠকদের ভোটে পৃথিবীর সেরা ১০০ গিটারিস্টের তালিকায় প্রথম স্থান অধিকার করেন এডি ভ্যান হ্যালেন।