নিউজবাংলা২৪ ডেস্ক: দৈনিক জাগরণের সম্পাদক ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক আবেদ খান সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর স্ত্রী, ছেলে, পুত্রবধূ, নাতি ছাড়াও বাসার একজন গৃহকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দৈনিক জাগরণের প্রধান প্রতিবেদক জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ শনিবার নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। বর্তমানে তাঁরা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন তাঁরা।