হুমায়ুন কবির, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ কালীগঞ্জের বিগত ৪ দশকের সৎ, অভিজ্ঞ কলম সৈনিক বিশ্বাস আব্দুর রাজ্জাকের মৃত্যুতে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ গভীর শোক জানিয়ে শোকবার্তা প্রদান করেছেন। দলটির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। শোক জ্ঞাপন করা নেতৃবৃন্দরা হলেন জাতীয়তাবাদী দল (বিএনপি’র ) কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব শহীদুজ্জামান বেল্টু, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, ইসরাইল হোসেন জীবন, হারুন অর রশিদ মোল্ল্যা, পৌর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আতিয়ার রহমান, নজরুল ইসলাম, আব্দুল মান্নান মনা, মিজানুর রহমান লাল্টু, আব্দুল ওয়াহেদ প্রমূখ। বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ স্বাক্ষরিত শোক বার্তায় দলটির পক্ষ থেকে বলা হয়েছে, মরহুম সাংবাদিক আব্দুর রাজ্জাক বিগত ৪ দশকের বেশি সময় ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে সাংবাদিকতার পেশার মাধ্যমে সমাজের নির্যাতিতদের পাশে থেকেছেন। জীবনভর অবহেলিত অসহায়দের কথা লেখনিতে তুলে ধরেছেন। তার মৃত্যুতে কালীগঞ্জবাসী একজন গুণীজনকে হারালো। জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মিরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
দুপুরে বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ মরহুমের বাড়িতে গিয়ে তার সন্তানাদীসহ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন ও শোককে শক্তিতে রুপান্তরিত করার লক্ষে সান্ত¦না প্রদান করেন।