নিউজবাংলাডেস্ক:
সাংবাদিক নেতা, এনটিভির জয়েন্ট চীফ নিউজ এডিটর ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আবদুস শহীদ আর নেই (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।
রোববার বেলা পৌনে ১১টায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
ঢাকা সাংবাদিক ই্উনিয়নের সাবেক সভাপতি আবদুস শহীদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এনটিভির হেড অফ নিউজ জহিরুল আলম তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।