নিউজবাংলা ডেস্ক:
সাবেক স্বামী ব্র্যাড পিটের উপহার যেন একে একে ফিরিয়ে দিচ্ছেন হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি জোলির মালিকানাধীন, ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিলের একটি চিত্রকর্ম লন্ডনের নিলামে ক্রিস্টিজ হাউসে ৭ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছে।
১.১৮ মিলিয়ন পাউন্ডের নিচে কিনে প্রায় চারগুণ বেশি দামে বিক্রি করে নিলাম ঘরে রেকর্ড সৃষ্টি করেছেন এই নায়িকা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সাবেক প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিল ১৯৪৩ সালে মরোক্কান শহরের প্রতি ভালোবাসা থেকে ‘দ্য টাওয়ার অব দ্য কৌতউবিয়া মসকিও’-এর এই তৈলচিত্রটি আঁকেন। পরবর্তীতে এই চিত্রকর্মটি মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টকে উপহার দিয়েছিলেন চার্চিল।
ক্রিস্টির একজন মুখপাত্র এটিকে ‘চার্চিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ’ বলে অভিহিত করেছেন।
হাত ঘুরে এটি আসে ব্র্যাড পিটের হাতে। ২০১১ সালে তিনি এটি ভালোবেসে উপহার দেন জোলিকে। মাত্র দুই বছর সংসারের পর নিজেদের সম্পর্কের ইতি টানেন পিট-জোলি।
পিটের সঙ্গে তার ভালোবাসার নিদর্শনটিও জীবন থেকে দূরে সরিয়ে দিলেন জোলি।