নিজস্ব প্রতিবেদক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থতি নিয়ন্ত্রণে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক হাজার ১৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর ও ঢাকা বিভাগে মোতায়েন করা হয়েছে ১৪১ প্লাটুন বিজিবি। মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

মোহসিন রেজা বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে আজ দুপুরেই ঢাকাসহ সারা দেশে এক হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাঁরা এই দায়িত্ব পালন করবেন। মোহসিন রেজা জানান, যেসব এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন, তাদের সেসব নির্ধারিত স্থানে পাঠানো হচ্ছে। এ ছাড়া সারা দেশেই বিজিবি সদস্যরা যার যার নির্ধারিত স্থানে অবস্থান নিতে শুরু করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here