নিউজবাংলা ডেস্ক
সারেঙ সাহিত্য সভার উদ্যোগে বৃহস্পতিবার রাত ১০.০০ টায় বঙ্গবন্ধু ও পনের আগস্টের শহীদদের স্মরণে কবিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সারেঙ সম্পাদক আবদুর মল্লিকের সঞ্চালনায় ভার্চুয়াল সভায় আলোচনা কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন কবি ও লেখক জাহানারা হক লিলি, রুহুল ইসলাম টিপু, হামিম হাফিজুল্লাহ, দিলরুবা লিপি, সুজন বিশ্বাস, আজিজুন নাহার আঁখি প্রমুখ।
লেখক ও সাংবাদিক সাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বঙ্গবন্ধুর দেশপ্রেম ও আত্মত্যাগ, স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকার উল্লেখ করা হয়। মুক্তিযুদ্ধ ও দেশেপ্রেমের আদর্শ কে ধারণ করে সারেঙ এর কার্যক্রমকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।