নিউজবাংলা ডেস্ক:
করোনা মহামারীর প্রভাবে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে সারেঙ পরিবার। রাজধানীর টিকাটুলী, মালিবাগ ও রামপুরা এলাকায় শনিবার ১৫০ প্যাকেট খাবার বিতরণ করা হয়।
টিকাটুলীতে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলা একাডেমির উপ পরিচালক, কবি গীতিকার ও সাহিত্য সমালোচক ড. তপন বাগচী।
এ সময় ড. বাগচী বলেন, সারেঙ ও সারেঙ সংশ্লিষ্ট প্রমাণ করেছে তারা শুধু লিটল ম্যাগ প্রকাশ কিংবা সাহিত্য চর্চাই করে না, তারা দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে পারে।

তারা রাস্তার আশেপাশে খুঁজে খুঁজে প্রকৃত অভাবগ্রস্ত দেড়শো মানুষের মাঝে খাবার বিতরণ করেছে। তাদের এ উদ্যোগ ছোট আকারের হলেও অন্যদের জন্য অনুপ্রেরণা ও দৃষ্টান্ত হতে পারে। সারেঙ ভবিষ্যতেও মানবিক কার্যক্রমে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন।
খাবার বিতরণে অংশ নেন সারেঙ সম্পাদক আবদুর রহমান মল্লিক, সিনিয়র সাংবাদিক সাহিদুল ইসলাম, সাংবাদিক কবি ও লেখক নাসরীন গীতি, কবি হামীম হাফিজুল্লাহ, শিক্ষার্থীদের হাসান নাহিয়ান নির্ঝর ও সার্ফ হাসান অরিত্র প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here