শেষ কাব্যের শেষে
সিলমী (রজেত্নিম্লিস)
আমি শেষ কাব্যটা লিখে ফেলেছি।
শেষ লাইনে দ্বিধা-দ্বন্দ্ব ছিল।
কলমের শেষ আঁচড়ে তুমি তা মুছে ফেললে!
একবার বন্ধ হয়ে গেলে কবিতার খাতা খোলে না,
পুরোনো কবিতাগুলো নতুন করে আবৃত্তি করা হয় না।
তুমি বুঝতে না সাদা পাতার দুঃখ।
তাই একে একে ছিঁড়ে ফেললে সবগুলো কাব্যহীন পৃষ্ঠা।
আসলে সেখানেই যে জীবন লুকিয়ে ছিল জানলে না!
কাব্যের ডায়েরীটা শেষ হয়ে গেলে আর কেনা হবে না জানতে।
শেষটা আমিই রচনা করেছি কিন্তু মাঝের ফাঁকা পৃষ্ঠাগুলো আমার নয়।
তোমারটুকুও তুমি বুঝলে না।।
তবে আজ না বোঝারাই বাঁচুক!
আমার কাব্যের শেষলাইনটা আমি লিখে ফেলেছি।।