ক্রীড়া ডেস্কঃ

সব শঙ্কা দূর করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পৌঁছে গেছে বাংলাদেশ। প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপ থেকে সুপার টুয়েলভে পৌঁছেছে স্কটল্যান্ডও।

প্রথম রাউন্ডে রানার্সআপ হওয়ায় সুপার টুয়েলভে বাংলাদেশের জায়গা হয়েছে ‘এ’ গ্রুপে। অন্যদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় মূল পর্বেও ‘বি’ গ্রুপে স্থান পেয়েছে স্কটিশরা।

সুপার টুয়েলভে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন দল। শুক্রবার জানা যাবে টাইগারদের অপর প্রতিপক্ষ হচ্ছে কোন দলটি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) পাপুয়া নিউগিনির বিপক্ষে ৮৪ রানের বিশাল ব্যবধানে জয় পায় লাল-সবুজ বাহিনী। এর মধ্য দিয়ে ‘বি’ গ্রুপে সবার আগে সুপার টুয়েলভে কোয়ালিফাই করলো টাইগাররা। এ জয় যেন ভক্তদের পাশাপাশি খেলোয়াড়দেরও চাপমুক্ত করেছে। ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তিনি বলেন, ‘ যত খেলছি ততই প্রতিটি ম্যাচে আমরা আরও আত্মবিশ্বাস অর্জন করছি। অবশ্যই প্রথম ম্যাচে ধাক্কা ছিল। তবে এই ফরম্যাটে যে ভালো খেলবে, সেই জিতবে। এখন আমরা চাপমুক্ত এবং স্বস্তি নিয়ে খেলতে পারি।’

গত কয়েকমাস ধরে টানা ম্যাচ খেলে যাচ্ছেন সাকিব। সেটি নিয়ে কিছুটা ক্লান্তিও আছে। এ নিয়ে এই অলরাউন্ডার বলেন, ‘ফর্ম ফিরে পাওয়ার জন্য টি-২০ মোটেই সহজ ফরম্যাট নয়। সৌভাগ্যবশত আমি উপরের দিকে ব্যাট করার সুযোগ পাচ্ছি। তবে কিছুটা ক্লান্ত। গত পাঁচ-ছয় মাস ধরে টানা খেলার মধ্যে আছি, আমার জন্য দীর্ঘ একটি মৌসুম। আশা করছি পুরো টুর্নামেন্টেই (টি-টোয়েন্টি বিশ্বকাপ) খেলতে পারবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here