আবেদন
সুমনা বড়ুয়া

আকাশ এতো কেনো, অঝোরে কাঁদছে
মনগহীনে প্রাণ কোষ আমার বেনোজলে ভাসছে।
ধূসর নীলাভ্রের দিকে দু’হাত তুলে বলি, কেঁদো না তুমি
শুধু চেয়েচেয়ে দেখি তোমায় এই দুঃখী দ্রৌপদী প্রনয়িনী।
কিছু কুহকের অবয়বে ঢাকা মানুষের মাঝে
রয়েছি আমি
সারাবেলা নীল যন্ত্রনার অনল কী ভাবে নিভাই
জানে অন্তর্যামী।
অস্ফুট বোবা কান্নায় চিৎকার করে তোমায় বলি
কেন মূল্যবোধহীন মানুষের মুখে শুনতে হয় সহস্র মিথ্যার বুলি।
তোমার স্বচ্ছ জলধারায় ভিজে পবিত্র হোক তাদের যতো মনের কালিমা
মিথ্যার অহংকার ধুয়েমুছে সাফ হোক,জাগুক নির্মল সত্যের লালিমা।
সত্যের সাথে হোক সবার মন একাকার অমলিন
মিথ্যার কংক্রিট উর্মিলের তোড়ে হোক সাগরের অতলে বিলীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here