নিউজবাংলা ডেস্ক:

গতকাল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের একটা বড় দিন। দুই মাস পাঁচ দিন পর অবশেষে তদন্তের ভার সুপ্রিম কোর্ট সিবিআইয়ের (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন) হাতে অর্পণ করল। সুশান্তর পরিবার, ভক্ত ও অনুরাগীরা স্বস্তি পেয়েছেন। আর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ার পর স্বস্তির শ্বাস ফেলে টুইট করলেন বলিউড তারকা কঙ্গনা রনৌত আর সুশান্তর সাবেক প্রেমিকা কৃতি শ্যানন ও অঙ্কিতা লোখান্ডে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রিয়া চক্রবর্তীর কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

সুশান্তর মৃত্যুর পর থেকেই মামলাটির তদন্তের ভার সিবিআইকে দেওয়ার জন্য সরব হয়েছিল তাঁর পরিবার ও অনুরাগীরা। বিহার সরকারও কেন্দ্রের কাছে সুপারিশ করে এই মামলাটি সিবিআই তদন্তের জন্য। অবশেষে সুপ্রিম কোর্ট সুশান্তর মৃত্যুরহস্য খোলাসার ভার দেয় সিবিআইকে। ৩৫ পাতার রায়ে কোর্ট জানিয়েছেন যে মুম্বাই পুলিশ এই মামলার তদন্ত করতে ব্যর্থ। আর মুম্বাই পুলিশকে সব তথ্য সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত। সিবিআই তদন্তের ভার পাওয়াতে কঙ্গনা রনৌত, কৃতি শ্যানন, অঙ্কিতা লোখান্ডে ছাড়াও অক্ষয় কুমার, মধুর ভান্ডারকর, মুকেশ ছাবরা, শেখর সুমন, নীল নীতিন মুকেশসহ অসংখ্য বলিউড ব্যক্তিত্ব টুইট করে নিজের সন্তুষ্টির কথা ব্যক্ত করেছেন।

বলিউডের ‘কুইন’ কঙ্গনা টুইটে বলেছেন, ‘মানবিকতার জয় হলো। সুশান্তর মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে নিয়োজিত যোদ্ধাদের শুভকামনা জানাই। প্রথমবার আমি জনতার চেতনার প্রবল শক্তি অনুভব করলাম। দুর্দান্ত।’ সুশান্তর বোন শ্বেতা সিং কীর্তিও টুইটে সুশান্তর ভক্তদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘সত্যের পথে এটা প্রথম পদক্ষেপ।’

কৃতি শ্যানন লিখেছেন, ‘দুই মাস ধরে আমি ঘুমাতে পারি না। সবকিছু কেমন ঝাপসা ঝাপসা। অবশেষে সুপ্রিম কোর্ট মামলাটি সিবিআইকে তদন্তের অনুমতি দিলেন। সব কালো মেঘ পেরিয়ে সত্য সূর্য হয়ে উঁকি দেবেই। আসুন, আমরা সেই আশায় ভরসা রাখি, গুজব না ছড়াই আর সিবিআইকে তার কাজ করতে দিই।’

অঙ্কিতা লিখেছেন, ‘ন্যায়বিচারের জন্য সত্য বেরিয়ে আসতে চলেছে। সত্যের জয় হবেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here