নিউজবাংলাডেস্ক:

বলিউড ব্লকবাস্টার হিট সিনেমা পিকে-এর সরফরাজ চরিত্রখ্যাত জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় আরও ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

গত শনিবার ভারতের পর্যটন এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্যরা। অভিযানে মামলাসংশ্লিষ্ট আরও ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

রিয়া চক্রবর্তীর কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী, তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বলিউডের একজনসহ বেশ কিছু নামকরা খেলোয়াড়ও রয়েছেন। এ নিয়ে সুশান্তের মৃত্যুর ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো।

গত ১৪ জুন দুপুরে বান্দ্রায় নিজ ফ্ল্যাট থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার করে মুম্বাই পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here