ঢাকা: সংলাপের মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন। এছাড়া, সবাইকে নিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সংলাপ সফল করার তাগিদ দিয়েছেন ঐক্যফ্রন্টের আরেক নেতা আ স ম আব্দুর রব।

বুধবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।

কামাল হোসেন বলেন, ‘আমরা সবসময় মনে করি জনগণ ক্ষমতার মালিক, মালিকরা নিজেদের মধ্যে আলাপ করবে দেশের স্বার্থে, দলীয় স্বার্থে নয়। জাতীয় স্বার্থ, লক্ষ্য এবং সংবিধানের মূল্যবোধ নিয়েই সংলাপ হোক এটাই আমরা সবসময় চাই।’

সংলাপের মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে হবে উল্লেখ করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী কামাল হোসেন বলেন, ‘ঐক্যবদ্ধ জনতার জয় হবেই’।

আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সংলাপে সরকারের কতোটুকু আন্তরিকতা আছে, তা নিয়ে জনগণের মধ্যে সংশয় আছে।’

সরকার সংলাপের আমন্ত্রণ জানালেও, ক্ষমতা টিকিয়ে রাখতে সব ধরণের নির্যাতন অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুমুদর রহমান মান্না।

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম রব বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা নিয়েই আলোচনা হবে বলেই আমারা সবাই আশা করছি। এই সংলাপে ডাক দেয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই।’

সংলাপকে সফল করতে হবে এবং জনগণকে নির্বাচনে ভোট দেয়ার ব্যবস্থা করে দিতে হবে বলেও এ সময় দাবি জানান আ স ম রব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here