ঢাকা: লন্ডন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের স্কাইপে সাক্ষাৎকার নিচ্ছেন আদালতে দণ্ডিত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান।
আজ রবিবার সকালে, গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার শুরু হয়।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। রংপুর বিভাগের পঞ্চগড়-১ আসনের ইউনুস শেখের মাধ্যমে সাক্ষাৎকার নেয়া শুরু করে দলটি।
বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে শুরু হওয়া এ সাক্ষাৎকার নিচ্ছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সমন্বয়ে গঠিত বিএনপির পার্লামেন্টারি বোর্ড। মনোনয়ন বোর্ডে রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী।
সাক্ষাৎকার গ্রহণের সময়সূচি অনুযায়ী আজ রবিবার সকাল ৯টা থেকে বেলা রংপুর বিভাগ এবং এরপর রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আর আগামীকাল সোমবার, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে। আর ২০শে নভেম্বর মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগ এবং বেলা আড়াইটা থেকে কুমিল্লা ও সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ২১ নভেম্বর বুধবার সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ময়মনসিংহ ও ফরিদপুর জেলা এবং বেলা আড়াইটা থেকে শেষ না হওয়া পর্যন্ত ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে।
গেলো শুক্রবার সন্ধ্যায় নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষাৎকার চলাকালে চেয়ারপার্সনের কার্যালয়ের আশেপাশে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের কর্মী-সমর্থক নিয়ে না আসার জন্য আহ্বান জানান। তিনি বলেন, কর্মী-সমর্থকদের সঙ্গে আনলে তা অসদাচরণ বলে গণ্য হবে বলেও জানান বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব। তবে মহানগর ও জেলার নির্বাচনি এলাকার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতের সময় ওই মহানগর ও জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন।
এদিকে, প্রার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট জেলার সাধারণ সম্পাদক, সভাপতিদের সঙ্গে আনার নির্দেশনা থাকলেও তা না এনে সমর্থকদের নিয়ে এসে শো ডাউন করেন অনেকেই।
প্রসঙ্গত, গত ১২ই নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া শুরু করে বিএনপি। মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন ছিল শুক্রবার। পাঁচ দিনে দলটি চার হাজারের বেশি মনোনয়নম ফরম বিক্রি করে। সারাদেশকে ছয়টি অঞ্চলে ভাগ করে মনোনয়ন বিক্রি করে বিএনপি।