নিউজ বাংলা ডেস্ক:  বরগুনা তালতলীতে শ্রেণিকক্ষের পলেস্তারা ধসে পড়ে মানসুরা (৮) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আহতদের আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে তালতলীর ছোটবগী ইউনিয়নের পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্কুলের ভবন নির্মাণে নিম্নমানের কাজের কারণে শ্রেণিকক্ষের পলেস্তারা ধসে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ছোটবগী ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহা. তৌফিকুজ্জামান তনু। তিনি বলেন, অন্যান্য দিনের মতো শনিবারও ক্লাস করছিল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা। এ সময় হঠাৎ শ্রেণিকক্ষের ওপরের পলেস্তারা ধসে শিক্ষার্থীদের মাথার ওপর পড়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে শিক্ষকদের সহায়তায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মানসুরাকে মৃত ঘোষণ করেন।

এ বিষয়ে তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র হালদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here