নিউজ বাংলা ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তার মন্ত্রণালয়ে অন্যায় কিছু হলে স্বচ্ছতা ও ন্যায়ের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রী হিসেবে স্বচ্ছতার প্রশ্নে কখনও আপোস করবেন না বলেও মন্তব্য করেন তিনি।

আজ (মঙ্গলবার) রাজধানীর টিকাটুলিতে সেন্ট্রাল উইমেন্স কলেজে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী একথা বলেন। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, সাবেক সচিব মাহমুদা শারমীন বেনু এবং কলেজের উপাধ্যক্ষ আফরোজা আক্তার। 

ডা. দীপু মনি বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে জাতিকে নেতৃত্ব দেবে। তাদের সঠিক মানুষরুপে গড়ে তোলার জন্য সরকার সকল প্রচেষ্ঠা গ্রহণ করেছে। গত ১০ বছরে শিক্ষাক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। এ ভিতের উপর দাঁড়িয়ে সামনে এগিয়ে যেতে হবে। 

শিক্ষামন্ত্রী বলেন, সেন্ট্রাল উইমেন্স কলেজের একটি বিরাট ঐতিহ্য রয়েছে। এর নামের সাথে বিরূপ কোন কিছু, অন্যায় কোন কিছু যাতে যুক্ত না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here