নিউজবাংলা ডেস্ক:

শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসের জন্য মাত্র ৯৯৯৯ টাকায় ডেস্কটপ এবং ২৬ হাজার ৮০০ টাকায় ল্যাপটপ বিক্রির ঘোষণা দিয়েছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড।

রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি সাশ্রয়ী মূল্যের কম্পিউটার ও ল্যাপটপ বিক্রির ঘোষণা দেয়।

২.২০ গিগাহার্জের কোর-২ ডুয়ো প্রসেসর, ২ গিগাবাইট র‌্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, ওয়াইফাই অ্যাডাপটার ও ১৭ ইঞ্চির একটি এলইডি মনিটরসহ পিসি পাওয়া যাবে ৯৯৯৯ টাকায়।

সিস্টেমআই টেকনোলজিসের হেড অব অপারেশন মাসুম বিল্লাহ বলেন, আমরা প্রায় ৮ বছর ধরে বাজেট ল্যাপটপ ও ডেস্কটপ পিসি সরবরাহ করে আসছি। পণ্যের বিক্রয়োত্তর সেবা ও সঠিক মূল্যের ব্যাপারে আমরা বিশেষ গুরুত্ব দেই।

প্রত্যেক পণ্যের ওয়ারেন্টি থাকবে ১-৩ বছর। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারি পাওয়া যাবে। এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে www.systemeye.net এ ঠিকানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here