বিনোদন ডেস্ক
১৯ জুন সন্ধ্যায় বোদরুমের সিক্স সেন্সেস কাপলাঙ্কায়া রিসোর্টে অগ্নিসাক্ষী করে বিয়ে করেন নুসরাত জাহান ও নিখিল জৈন
  স্বামী নিখিল জৈনকে সঙ্গে নিয়ে কলকাতায় ফিরলেন ভারতের বাংলা ছবির জনপ্রিয় তারকা ও পশ্চিমবঙ্গ থেকে লোকসভার নবনির্বাচিত সদস্য নুসরাত জাহান। এ সময় তাঁর হাতে ছিল মেহেদি আর মাথায় সিঁদুর। গতকাল শনিবার গভীর রাতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান আত্মীয়স্বজন আর বন্ধুরা। এ সময় তাঁদের গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হয় আর মিষ্টিমুখ করানো হয়। ১৯ জুন সন্ধ্যায় তুরস্কের রোমান্টিক বন্দর শহর বোদরুমের সিক্স সেন্সেস কাপলাঙ্কায়া রিসোর্টে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছেন নুসরাত জাহান ও নিখিল জৈন। পরদিন একই স্থানে খ্রিষ্টান রীতিতে বিয়ে হয়েছে তাঁদের। এবার কলকাতায় তাঁদের বিয়ে রেজিস্ট্রি করা হবে।

বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয় সাংসদ নুসরাত জাহানকে। তিনি যখন তুরস্কে নিজের বিয়ে নিয়ে ব্যস্ত, তখন বসিরহাটে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল। ৮ জুন পতাকা খোলাকে কেন্দ্র করে নুসরাতের নির্বাচনী এলাকা বসিরহাটের সন্দেশখালির ন্যাজাটে তৃণমূল ও বিজেপির সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন তৃণমূল ও দুজন বিজেপি কর্মী নিহত হন। সেই ঘটনার পর তৃণমূল অভিযোগ করে, তাদের বৈঠকে বিজেপি হামলা চালিয়েছে এবং বিজেপির অভিযোগ, পতাকা খোলার সময় তৃণমূল তাদের ওপর হামলা চালায়। এরপর এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ১৬ জুন রাতে হবু স্বামী নিখিল জৈন আর পরিবারের সদস্যদের নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে উড়াল দেন নুসরাত জাহান।

যখন তাঁর নির্বাচনী এলাকায় রাজনৈতিক বিরোধে তিনজন নিহত হয়েছেন, এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে, যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, ঠিক সেই সময় নিজের বিয়ের জন্য তুরস্কে যান নুসরাত জাহান। নির্বাচনী এলাকা আর এলাকার মানুষের নিরাপত্তার চেয়ে নিজের বিয়েকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। এসব কারণে এলাকায় খুবই সমালোচিত হন তিনি।

এবার তুরস্ক থেকে ফিরে নুসরাত জাহান সাংবাদিকদের বললেন, ‘সবকিছু নিয়ন্ত্রণে আছে। দলের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছি। তুরস্কে বসেই প্রশাসনের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করেছি।’

নবদম্পতি নুসরাত জাহান ও নিখিল জৈনকে মিষ্টিমুখ করানো হয়ন্যাজাটে তৃণমূল ও বিজেপি দলীয় সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর নুসরাত জাহান বলেছিলেন, ‘বন্ধুরা, আপনারা আতঙ্কিত হবেন না। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আশা করছি, এলাকায় শিগগিরই শান্তি ফিরবে। এটা মোটেও সাম্প্রদায়িক ঘটনা নয়। আমরা ধর্মনিরপেক্ষতা আর মানবিকতার সঙ্গে আছি। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বসিরহাট স্পর্শকাতর এলাকা। এখানে মানুষ যাতে নিরাপদে থাকেন, তার ব্যবস্থা করা হবে।’

১৯ জুন বিয়েতে নুসরাত জাহানের পরনে ছিল লাল লেহেঙ্গা চোলি, গলায় বরমালা, ভারী গয়না আর হাতে লাল-সাদা ও সোনালি রঙের চূড় ও কালিরাস এবং মাথায় টিকলি। নিখিল জৈন পরেছিলেন হালকা গোলাপি রঙের শেরওয়ানি। মাথায় সেহরা আর গলায় রত্নখচিত মালা। বিয়ের আসরে নুসরাত জাহান আসেন রাজকন্যার বেশে আর রাজপুত বরের বেশে নিখিল জৈন।

নবদম্পতি নুসরাত জাহান ও নিখিল জৈনগত সোমবার হয়েছে ইয়ট পার্টি। মঙ্গলবার হলো মেহেদি ও সংগীতের অনুষ্ঠান। বুধবার বিয়ের আগে সকালে গায়েহলুদের অনুষ্ঠান হয়। আর বৃহস্পতিবার খ্রিষ্টান রীতিতে বিয়ের পর সেদিন রাতে হয়েছে ‘হোয়াইট ওয়েডিং’ পার্টি।

তুরস্কের বোদরুমে নুসরাত জাহান আর নিখিল জৈনের বিয়েতে আমন্ত্রিত অতিথি ছিলেন ৩০ জন। ছিলেন তাঁদের দুজনের পরিবার, বন্ধু, সহকর্মী আর মেকআপ টিম। বিয়েতে ছিল খাবারের এলাহি আয়োজন।

তুরস্কের রোমান্টিক বন্দর শহর বোদরুমে খ্রিষ্টান রীতিতেও বিয়ে করেছেন নুসরাত জাহাননুসরাত জাহান ও নিখিল জৈনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে আগামী ৪ জুলাই, সন্ধ্যা সাড়ে ছয়টায়, কলকাতায় আইটিসি রয়্যাল বেঙ্গলে। ২৫ জুন দিল্লিতে সাংসদ হিসেবে লোকসভার প্রথম অধিবেশনে যোগ দেবেন নুসরাত জাহান। এর আগে সাংসদ হিসেবে তিনি শপথ নেবেন।

১৯ জুন সন্ধ্যায় বোদরুমের সিক্স সেন্সেস কাপলাঙ্কায়া রিসোর্টে অগ্নিসাক্ষী করে বিয়ে করেন নুসরাত জাহান ও নিখিল জৈন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here