বিনোদন ডেস্ক:
বলিউডের আলোচিত তারকা সানি লিওন এখন অনেক ব্যস্ত একজন তারকা। এতকিছুর মধ্যেও পরিবারকে সময় দিচ্ছেন এই অভিনেত্রী। তিন ছেলেমেয়েকে নিয়ে গণেশ পূজা উদ্যাপনে মেতে উঠলেন সানি লিওন। গণেশ পূজার সেলিব্রেশনে নিওন গ্রিন রঙের পোশাকে গর্জিয়াস দেখাচ্ছিল সানি লিওনকে।
সানির দুই ছেলে নোয়া ও আসের-এর মধ্যে একজনকে দেখা গেল মায়ের পোশাকের সঙ্গে রং মিলিয়ে নিওন গ্রিন রঙের পাঞ্জাবিতে, অন্যজনকে দেখা গেল কমলা রঙের পোশাকে। আর মেয়ে নিশাকে বাবা ড্যানিয়েলের পোশাকের সঙ্গে মিলিয়ে নীল রঙের সালোয়ার কামিজে দেখা গেল। সোমবার মেয়ে নিশা ও দুই ছেলেকে নিয়ে গণপতি বাপ্পার মূর্তি কিনতে গিয়েছিলেন সানি। সেদিন সকালে মূর্তি হাতে দেখা গেল ছোট্ট নিশাকে।
তার চোখে মুখে খুশির ছাপ স্পষ্ট। গণেশকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় পাপারাৎজির অনুরোধে নিশাকে নিয়ে ছবিও তুললেন সানি। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ছবি ও ভিডিও।