নিউজবাংলা ডেস্ক:

য়ারম্যান লি কুন-হি আর নেই। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংকে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানে রূপ দিয়েছিলেন তিনি। আজ রোববার ৭৮ বছর বয়সে তিনি মারা যান বলে জানিয়েছে স্যামসাং। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লির নেতৃত্বেই স্যামসাং বিশ্বের বৃহত্তম স্মার্টফোন ও মেমোরি চিপ নির্মাতা হিসেবে উঠে এসেছে।

নিঃসঙ্গ জীবন যাপন করতেন লি। ২০১৪ সালে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পরেই শয্যাশায়ী হয়ে পড়েন। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বাইরে খুব কম তথ্য প্রকাশ করা হতো। শেষ দিনগুলো কীভাবে কাটাতেন, তাও রহস্যে ঘেরা ছিল।

স্যামসাং এক বিবৃতিতে জানিয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান লি কুন-হি আর নেই। ২৫ অক্টোবর তিনি মারা যান। এ সময় তাঁর পাশে পরিবারসহ স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান জে ওয়াই লি উপস্থিত ছিলেন।’

স্যামসাংয়ের বিবৃতিতে আরও বলা হয়, ‘চেয়ারম্যান লি ছিলেন সত্যিকারের দূরদর্শী, যিনি স্থানীয় ব্যবসায় থেকে স্যামসাংকে বিশ্বের শীর্ষস্থানীয় উদ্ভাবক এবং শক্তিশালী শিল্প খাতে রূপান্তরিত করেছিলেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here