ক্রীড়া ডেস্কঃ

বাঁচামরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের ব্যবধানে হেরে টিটোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। যদিও সামনে আরও দুটি ম্যাচ বাকি রয়েছে। কিন্তু সেগুলো কেবল আনুষ্ঠানিকতা। শুক্রবার (২৯ অক্টোবর) ম্যাচ শেষে পরাজয়ের দায় সম্পূর্ণ নিজের কাঁধে নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, শেষ বলের পরিকল্পনা কাজে লাগাতে পারেননি। কারণেই হেরেছে দল।

শ্বাসরুদ্ধকর এই ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৩ রান। আর শেষ বলে গিয়ে সমীকরণ দাঁড়ায় বলে রান। কিন্তু কোনো রান নিতে পারেননি স্ট্রাইকে থাকা অধিনায়ক রিয়াদ। ফলে রানের জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো ক্যারিবিয়ানরা।

শেষ বলের পরিকল্পনা নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘ওই বল রাসেল ব্লক হোলে করবে যে তা জানতাম। কারণ, লেগ সাইডে চারটা ফিল্ডার ছিল। আগের দুই বলে ভালো ইয়র্কার করেছে সে। ফলে তুলতে পারিনি। চিন্তা করছিলাম আমি মিড অফ, কভার, পয়েন্ট বা ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে মারতে পারবো। এটা আমার দোষ যে তা কাজে লাগাতে পারিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here