নিউজবাংলা ডেস্ক:

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে ১২টি ইঞ্জিন চালিত নৌকা ও ২ হাজার মিটার জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নদীর আজিমের ঘাটা, আমতুয়া, পোড়া কপালি স্লুইসগেট ঘাট এলাকার এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্বে দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

halda-2.jpg

তিনি জাগো নিউজকে বলেন, ‘মা মাছ, জীব বৈচিত্র্য এবং ডলফিন রক্ষায় আজ সকাল থকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাটহাজারী উপজেলা প্রশাসন। এসময় আজিমের ঘাটা, আমতুয়া, পোড়া কপালি স্লুইসগেট ঘাট এলাকা থেকে ইঞ্জিন চালিত ১২টি নৌকা থেকে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া গতকাল রাতে মাদার্শা ইউনিয়নের আমতুয়া ঘাট থেকে ২ হাজার মিটার জাল জব্দ করা হয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here