নিউজবাংলা২৪ডেস্ক:
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকে ব্যথা শুরু হওয়ার পর রোববার রাতে ওই হাসপাতালের কার্ডিও-থোরাসিক ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।

ভারতীয় টেলিভিশন এনডিটিভির অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করানোর পর কংগ্রেসের বর্ষীয়ান এই নেতা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রয়োজন হয়নি।

ভারতের দুই বারের প্রধানমন্ত্রী ৮৭ বছর বয়সী মনমোহন সিং দীর্ঘদিন ধরেই হ্রদরোগে ভুগছেন। এর আগে ২০০৯ সালে দিল্লির এই হাসপাতালেই তার বাইপাস হার্ট সার্জারি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here