নিউজ বাংলা ডেস্ক:
নব্বই দশকের বলিউড মাতিয়ে রেখেছিলেন সুপারস্টার মাধুরী দীক্ষিত।তার হাসি, সৌন্দর্য অভিনয়ের দক্ষতার কারণে দর্শকের কাছে আজও তিনি চিরসবুজ।
অনিল কাপুর, শাহরুখ খান, আমির খান, সালমান খানসহ সমসাময়িক প্রায় সব নায়কদের সঙ্গেই অভিনয় করেছেন তিনি। মাতিয়ে রেখেছিলেন বলিউড পাড়া। সেই মাধুরী দীক্ষিত এখন ১০০ কোটি রুপির মালিক। ‘টোটাল ধামাল’ ছবি দিয়ে তার এই অর্জন।
বলিউড সংশ্লিষ্ট কিছু ওয়েবসাইট থেকে জানা গেছে, মাধুরী অভিনীত‘ টোটাল ধামাল’ ১০০ কোটি রুপি আয়কৃত প্রথম ছবি।ছবিটি মুক্তির নবম দিনে বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।
জানা গেছে, শুধু ভারত থেকেই মাধুরী অভিনীত ছবিটি আয় করেছে ১০০ কোটি রুপি।তৃতীয় দিনে আয় করে ৫০ কোটি রুপি।
ইন্দ্র কুমার পরিচালিত ছবিটি গত ২২ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে।