করোনাকালে হাজারো দর্শকের সমাগমে স্টেজে দাঁড়িয়ে গান গাওয়ার সুযোগ নেই। তাই অনলাইনেই কনসার্টের আয়োজন করেছিল কোরীয় গানের দল বিটিএস। শনিবারের এই কনসার্টটি পুরো বিশ্বের ১০০ মিলিয়নের বেশি দর্শক উপভোগ করেছেন।
‘ম্যাপ অব দ্য সোল ওয়ান’ শিরোনামের এই ভার্চুয়াল ইভেন্টটি শুরু হয়েছে বিটিএস-এর প্রথম ইংরেজি গান ‘ডিনামাইট’ দিয়ে। গানটি গতমাসে টপ চার্টের শীর্ষস্থানে ছিল। বিটিএস-এর আগে কোরিয়ার আর কোনো ব্যান্ড যুক্তরাষ্ট্রের বিলবোর্ডে এক নাম্বারে উঠতে পারেনি।
ভোকালিস্ট কিম তেহিয়ং বলেন, ‘আপনারা সাথে নেই, তবু মনে হচ্ছে সাথেই আছেন। আপনাদের গুঞ্জন যেন শুনতে পাচ্ছি। এরপর আসলেই একসঙ্গে গাইবো।’
সাতজন মিলে তৈরি করা দক্ষিণ কোরিয়ার ব্যান্ড দল বিটিএস ব্যাংটন বয়েজ নামেও বিশ্বব্যাপী সর্বাধিক পরিচিত। ২০১৩ সালে ‘টু কুল ফোর স্কল’ অ্যালবামের ‘নো মোর ড্রিম’ গান দিয়ে যাত্রা শুরু করেছিল বিটিএস। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ব্যান্ডটিকে।