নিউজবাংলা ডেস্ক:

বলছেন শোয়েব আখতার

নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত কথাটা বলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। গত শনিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়ক। এক বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে থাকার পরই ঘোষণাটা দিয়েছেন ধোনি। তবে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার ভাবছেন ধোনি আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন, খেলতে পারেন ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও।

ধোনি কেন ফিরতে পারেন সেই ব্যাখ্যাও দিয়েছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুততম এই ফাস্ট বোলার। শোয়েব ভাবছেন জনপ্রিয়তাই ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক ভারতের দলে নিয়ে আসতে পারে ধোনিকে। ‘বোল ওয়াসিম’ নামের একটি ইউটিউব চ্যানেলে ধোনিকে নিয়ে কথা বলেছেন শোয়েব, ‘আমি মনে হয় সে (ধোনি) টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারে। ভারত যেভাবে তাদের তারকাদের পেছনে থাকে, যেভাবে তাঁদের ভালোবাসে ও স্বীকৃতি দেয় তাতে মনে হয় তারা তাঁকে টি-টোয়েন্টিতে ফেরাতে চাইতে পারে। তবে তাতে সায় দেওয়া না দেওয়া তাঁর ব্যক্তিগত বিষয়।’

শোয়েবের বিশ্বাস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুরোধ করলে সেটি ফেলতে পারবেন না ধোনি, ‘তাঁর ক্রিকেট ক্যারিয়ার তো শেষ হয়ে যায়নি। সে তো কমপক্ষে আরও দুবছর আইপিএল খেলবে। এমনও তো হতে পারে প্রধানমন্ত্রী ফোন দিয়ে তাকে অনুরোধ করলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার। এমন তো হতেই পারে।’

নিজের দেশের এমন উদাহরণও দিলেন প্রথম বোলার হিসেবে ১০০ মাইলের গতিবেগ ছোঁয়া শোয়েব, ‘১৯৮৭ সালে জেনারেল জিয়াউল হক ইমরান খানকে ক্রিকেট না ছাড়তে অনুরোধ করেছিলেন। এরপর তিনি খেলেছেন। আপনি প্রধানমন্ত্রীকে না বলতে পারেন না।’

তবে শোয়েব এটাও বলেছেন ক্যারিয়ারে আর কিছু পাওয়ার নেই ধোনির, ‘তবে সে তো সবকিছুই জিতেছে। রাঁচির একটা ছেলে পুরো ভারত কাঁপিয়ে দিয়েছে, আর কী দরকার। দিন শেষে তো পুরো বিশ্বই তোমাকে মনে রাখবে। আর ভারতের মতো জাতি তো কখনোই তোমাকে ভুলতে দেবে না।’

ধোনির জন্য কি বিদায়ী ম্যাচ আয়োজন করা যায় না, এমন প্রশ্নের জবাবে শোয়েব বললেন তিনি শতভাগ নিশ্চিত ভারত তা করবে, ‘আমার কথা শুনুন ভারত তার জন্য বিদায়ী ম্যাচ আয়োজন করতে মুখিয়ে আছে। সে যদি না চায় তবে ভিন্ন হিসাব। তবে পুরো ভারত প্রস্তুত (বিদায়ী ম্যাচের জন্য)। সে তো এখনো আইপিএল থেকে অবসর নেয়নি। আইপিএলে সে বড় রান পাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here